হাঁসফাঁস হাঁসফাঁস! দমফাটা গরম
ঘরে চলে পাখা
গিন্নি হয়না নরম  


হাঁসফাঁস জীবনে ,ছাইপাশ গেলা
সংসার অচল হলে
সামলাও ঠেলা


টলমলে টলমলে ,মন্দা বিশাল
কচুর পাতার মত
চাকরি বেহাল


টলটলে আঁখিজল ,নামে বুকজুড়ে
সবার পেটের দায়ে
আমি ভবঘুরে


দলছুট হালছুট !আমি পলাতকা
সংসার সমুদ্রে দেখো
আমি বড় একা


দলছুট পালছুট !এলো কালো মেঘ
আমাকে ভিজিয়ে আজ
শান্তি পেলো বেশ


টুপটাপ ঠুসঠাস !ঝরে বারী ঝরে
ফুটপাথে খেলে যায়
বস্তীর ছেলে


টুংটাং ঠুংঠাং ! সুর হরবোলা
বসে থাকা ভিখারীর
জলে ভরে থালা


হাসিহাসি মুখে তবু ,বসে সারাবেলা
আশাহীন নয় সে    
হলে বারবেলা


হাসিখুশি সুখদুঃখ !রইবে জীবনে
দীনহীন শেখালো যে
ভালো থেকো মনে ।