আবার যদি তাকে ভালোবেসে ফেলি
আবার যদি তাকে কাছে ডাকি
সেই আদুরে চেনা নাম ধরে
তাতে কার কি যায় আসে !


কিন্তু আমি জানি
অনেক কিছুই যায় আসে
থেমে যাবে পৃথিবীর গতিপথ
দ্বিধা বিভক্ত হবে বসুধা
বেনিয়মের কারাগারে আটকে যাবে সৃষ্টি !


তবুও একটি বারের জন্যে তাকে চাই
অনেক প্রশ্ন ছিল তার কাছে
অনেক উত্তর দেওয়ার আছে বাকি
নতজানু হয়ে , সহস্র কোকনাদ হাতে
নৈবেদ্য সাজাবো আবার ভালোবাসার
আদর ,সোহাগের রীতি অনেক শেখবার আছে বাকি !


তার প্রত্যাখ্যান আমাকে শিখিয়েছিলো ধৈর্য্য !
উপেক্ষা শিখিয়েছিলো আমাকে হাতের মুঠো শক্ত করতে
তার উদাসীনতা আমাকে দিয়েছিলো যথার্থ প্রেমিকের উপমা
তার ও পরে এক মনোরম ছায়ানিবিড় বিকেলে সে এসেছিলো
আমার প্রেমের অর্ঘ্যে সে নিজেকে সাজাতে
তাকে সেদিন ছুঁয়ে পেয়েছিলাম আমার প্রেমের আভিজাত্য  


কিন্তু দুর্ভাগ্য আমাদের সবার্গ্রে বিদ্রুপ করে
ভালোবাসার মানুষ কে কেড়ে নিয়ে যায় বহুদূরে
আমাদের ভালোবাসাকে তাসের ঘরে বাস করতে শেখায়
বুকে পাথর রেখে , যতই বেয়ে যাই সংসারের হাল
খুব নির্জনে , একান্তে , রাত্রি গাঢ় হলেই ,জেগে ওঠে নীরার অশরীরী
আমাকে আষ্টেপিষ্টে বেঁধে নেয় মোহের আলিঙ্গনে
আমি নীরাকে খুঁজে যাই আমার বেদনার অতলস্পর্শে
ক্রমে ক্রমে আমার হয় ক্ষয় , আর জানি সে আর ফিরবেনা কোনোদিন ও !
তবু --------------