ভালো লাগেনা শহুরে কান্নার ঘটর ঘটর যান্ত্রিক কলতান
অসংখ্য গাড়ির ভ্যাঁপু আর বায়ু দূষণ
ভালো লাগেনা অজস্র মানুষের নিরলস পরিশ্রম
অথবা পেটের জন্যে আশ্রয়ের জন্যে চিৎকার চেঁচামিচি ,
কিংবা দালালের ফকোটিয়া দালালি আস্ফালন !
নৈঃশব্দ্যে দাঁড়িয়ে ভিক্ষুক অথবা বেশ্যা মেয়ের অর্থ উপার্জন  
  
ভালো লাগেনা একই বৃত্তে বসবাস কারীর না জানা অভ্যাস
বা ঈর্ষার সীমান্ত রেখা ডিঙিয়ে বড় লোকের আকাশ চুম্বি অট্টালিকা
দুয়ারে অনাহারক্লিষ্ট দারোয়ানের পোশাক রংচঙে
ভালো লাগেনা গ্রাম শহরের চিরন্তন বিভেদ
কিংবা কালো-সাদা মানুষের বৈষম্যের বিবর্ণ কাব্য গাঁথা  


হে জীবন মুখোমুখি দাঁড় করাও সবারে
শেখাও নিত্য অনিত্যের চিরন্তন শিক্ষা আর বোঝাও মৃত্যুর ও চেয়ে নহে কিছু সত্য
কর্মই মানুষ কে চিরকাল করে অমরত্ব প্রদান  
আর আত্মার সন্তুষ্টিতে ঈশ্বরই সর্বদা প্রধান ।