রাত্রির অন্তরীক্ষে হারিয়ে যাওয়া নক্ষত্র তোমাকেই বলছি


কেন প্রচ্ছন্ন হলে  


কেন মিলিয়ে গেলে ঐ দূর অন্তরীক্ষে নক্ষত্রের মিছিলে?


আলয়ের চাঁদোয়ায় প্রতীক্ষমাণ বিগত অবলোকনকারী তোমাকেই বলছি


কেন দৃশ্যত ছিলে


কেন হারালে না অগ্রে দূর অন্তরীক্ষে নক্ষত্রের মিছিলে?


নির্জনাতার আবরণে জড়ানো বিধুরতায় দীপ্তি ছড়ানো তোমাকেই বলছি


কেন দীপ্তি ছড়িয়েছিলে চাঁদোয়ায় নিষ্প্রভ সুপ্তিতে?


সমুদ্রবারি আঁখি সিক্ত করে না আজ


প্রস্তর চিত্ত অনুরক্ত হয় না আর


তোমার আমার অন্তে বিস্তর অন্যতা


আমাতেই রহিয়াছি আমি ঘিরে শূন্যতা।