ব্যক্তিত্বের  গুরুত্ব  অনেক,
দিওনা তাকে কখনো জলাঞ্জলি।
ব্যক্তিত্ব ছাড়া মূল্যহীন মানুষ,
যেমন পাপড়ি ছাড়া ফুলের কলি।


ব্যক্তিত্ব হল সুগন্ধ স্বরূপ,
সুগন্ধের আছে এক বিশেষ পরিচয়।
সুব্যক্তিত্বের অধিকারী হলে,
করা যায় বিশ্ববাসীর মন জয়।


ব্যক্তিত্ব হল জীবনের নির্যাস,
আপন সত্তার প্রতিনিধি।
ব্যক্তিত্বের বেড়া জালে আবদ্ধ হয়,
জীবনের  চলার গতিবিধি।


ব্যক্তিত্বের রূপ থাকে অসীম,
যেমন প্রতি প্রভাতে নূতন রবি।
সৌন্দর্য থাকে আর কত দিন?
সে-তো সময়ে বাঁধা এক ছবি।


ব্যক্তিত্ব এক অলৌকিক মায়া জাদু,
সুব্যক্তিত্বকে  আকৃষ্ট করে সকল মন।
ব্যক্তিত্ব কে বিসর্জন দিওনা কখনো ,
ব্যক্তিত্ব মানুষের  হীরক তুল্য ধন।


ব্যক্তিত্ব  কে  কর  সুদৃঢ়
কখনও  দিও না বিলিয়ে।
ব্যক্তিত্ব ছাড়া  হারাবে চলার ছন্দ,
অচিরে সবাই দেবে মাটিতে মিলিয়ে।


//রচনা: ২৭ নভেম্বর ২০২৩//