শোন হে জাতি, দিবা হইল রাতি
এখনো ফিরল না হুশ।
তুমি যে মানব, আচরণে কেন দানব
রবে তোমাতে সুচেতনা।
হিংসা ছড়ায়ে দেশ ,হয়েছে আজ সব শেষ
হাহাকার শোনা যায় আজ।
ধর্মের নামে তুমি, সবল তুমি কমই
বৃথা করিছো হানাহানি।
সকল মানব রক্ত ,একই উপাসক ভক্ত
পরিচয়ে কেবলই ভিন্ন।
একই দিন রাত্রি ,একই পথে আমরা যাত্রী
নিঃশ্বাসে সেই একই বায়ু।
প্রকৃতির বিপর্যয়ে , সকল হৃদয় ক্ষয়ে
ব্যতিক্রম তুমি আমি নয়।
একই মাতৃমাটি , সকলে একসাথে হাঁটি
একই ফসল খাই।
তবে আজ কেন ভেদাভেদ, রবে কেন খেদ
কোথায় তোমার ব্যতিক্রম পরিচয়।
ধর্মের নামে একদল , করিছে সবারে দুর্বল
মুনাফা তাদের চরিত্রতা।
রাজনীতি কলাকৌশলে,ধর্মের নামে বিভেদ ছলেবলে
মিশায়েছে সকল সাধারন রক্তে।
জাতি ধর্ম বন্ধুত্বতা, ওদের চক্ষে লাগে ব্যথা
চায় বিভেদের জাল বুনিতে।
তাই এসো বন্ধু ধরি হাতে হাত, ভুলে জাত পাত
সম্পর্ক করি আর দৃঢ়।
খ্রীষ্টান ,মুসলিম, হিন্দু, হিংসা রাখিবনা মনে এক বিন্দু
আর যত আছে মানব ধর্ম।
ধর্মে ভিন্ন আমরা ভাই ভাই, চল আজ একসাথে হেঁটে যাই
সফল হতে দেব না রাজনীতির কৌশল।
আমাদের দুর্বলতা, ঐ শয়তানেরা পাবে সফলতা
হতে দেব না এ কারসাজি।
এসো বন্ধু গড়ি শান্তিময় দেশ , খুলে ফেলে হিংসার বেশ
দাও হাতে হাত আজ।
                          ...............