সূর্যাস্ত বেলায় আবছায়া আলোয়
  ভিজে উঠে বুক।
জীবনের  ব্যথা গুলো আষ্ঠে-পৃষ্ঠে
জড়িয়ে ঢাকে মুখ।
     ক্ষুদ্র ক্ষুদ্র  গড়ে ওঠা স্বপ্ন
উবে যায় আকাশে।
   রঙিন কল্পনা গুলি হাতছাড়া হয়ে
ভেসে যায় বাতাসে।
  আলোর যতগুলি আভাস ছিল
নিমজ্জিত হয় আঁধারে
  ঠুনকো অনুভূতির শাখা প্রশাখা
হত্যা হয় নির্বিচারে।
রক্ত মাংস দিয়ে গড়া হৃৎপিন্ডে
ধরে কত চিড়।
  ইতি উতি উঁকি দেয় মরা মন
নেই তার নীড়।
ক্ষুদ্র জীবনের পরিসরে কতই চমৎকার
এঁকে যায় দিলে।
জীবন বুঝি হবে শেষ এভাবেই
জীবন্ত তিলে তিলে।


        ----+(-)+---‌


//রচনা ১০ নভেম্বর ২০২৩//