প্রেম আসুক জীবনে,
না হয় একটু হল দেরি।
আবেগে না ভাসিয়ে মনকে,
না হয় একটু পরালে বেড়ি।


ক্ষুদ্র জীবনের  পরিসরে,
আবেগকে না হয় করলে কাবু।
আবেগে বশবর্তী হয়ে,
ফেলনা বেমানান মনে তাঁবু।


অজান্তে আবেগের গোলামিতে,
যদি জীবনে কখনো প্রেম আসে।
শুরুতে লাগে ভীষণ ভালো,
যেন দু চোখে স্বর্গ ভাসে।


দুটি মনের মনে হয়,
একে অপরকে ছাড়া বাঁচা দুষ্কর।
সামনা-সামনি রুখে দাঁড়াবো,
বাধা আসুক যতই ভয়ঙ্কর।


এক্ষেত্রে  দুটি মনের প্রেম হবে,
ভালোলাগা ভালোবাসা থাকে কিছুদিন।
সময় অতিবাহিত হবে,
অবশেষে  নামে দুর্দিন।


যদি বলে থাকো,
প্রেম তো অজান্তে হয়েই যায়।
তাহলে শুনে রাখো,
সে প্রেম টিকে থাকা ভীষণ দায়।


দিনান্তে অজান্তে শুরু হবে,
দুটি মনের বিবাদ।
শুধু আবেগ ভরা প্রেমে,
এমনি ভাবেই নেমে আসে আঘাত।


যে প্রেমে থাকে না বিবেকের ছোঁয়া,
থাকে না কোনো নির্ভরতা।
সে প্রেম হয় অতি দুর্বল,
অবশেষে কেউ কারো রাখে না কথা।


জীবনে আবেগ আসে বার-বার ।
ব্যক্তি আবেগ হল পরিবর্তন প্রবণ।
বিবেক, নির্ভরতা প্রেম যদি হয়
সে প্রেমের আয়ু হয় সারা জীবন।

----+-(--)-+----


//রচনা: ২০ ডিসেম্বর ২০২৩,কোলকাতা //