ধর্মের নামে মানুষ
সঁপে দেয় আজ অভিশাপ,
ধর্মকে তাচ্ছিল্য করে
নিরুপন হয় ভালো খারাপ।।

স্বাধীনতার ষাট বছরে
বিলুপ্ত সে ভ্রাতৃ বন্ধন,
ধর্ম জনে জনে
ধারনে কেবলই করে ক্রন্দন।।


ধর্ম মানে স্থিরতা
সকল ধর্ম আনে শান্তি,
বিভেদে মানুষ আজ
গোঁড়া হয়ে করে অশান্তি।।


বেদ কোরআন বাইবেল
সবারই মাঝে এক ঈশ্বর,
তিনিই মহা শক্তিমান্‌
তিনিই এক একাকী অবিনশ্বর।।


আমরা আঁকি বিভেদ
করি পার্থক্য দুই ধর্মে,
ঈশ্বর হয় ক্ষিপ্ত
আমাদের এই দুষ্ট কর্মে।।


থাক না সকল ধর্ম
মানুষ তো আসল পরিচয়,
এই শুদ্ধ ভাবনায়
মানুষের হবে প্রকৃত জয় ।।
     ----×{}×----


//রচনা: ১০ জুলাই ২০১৮//