নিলু ভুলু
দুই ভাই
দুষ্টুমিতে ভীষণ পটু।
নাদুস নুদুস
যমজ ভাই
দেখতে গুলু গালু মটু।


মা বাবা
দাদু দিদা
সামলাতে তাদের পারে না।
দুই জনে
মিলে মিশে
বদমায়েশি করতে ছাড়ে না।


বয়েস তাদের
চার বছর
তাতে হলে হবে কি?
হালকা ভাবে
নিচ্ছ নাকি?
চলবে না তদের উপর চালাকি।


মা বললো
পড়তে বস
ও'মা একি তাদের বায়না।
মা তুমি
আগে বল
ছায়া কেন কথা কয় না?


বাঘের মাসি
বিড়াল যদি
অত ছোটো হয়।
এখন মা
তুমি বল
সিংহের মাসি কারে কয়?


উত্তর যদি
না দাও
পড়তে আমরা বসবো না।
সারা দিন
খেলা করবো
তোমার কথা শুনব না।


বাবা বলেন
দুপুর বেলা
খাওয়ার পর একটু ঘুমাতে হয়।
চলে এসো
দুই জনে
একদম দুষ্টুমি নয়।


বাবা তুমি
প্রতি দিন
কেন বল ঘুমাতে চলো?
সূর্য্যি মামা
দুপুর বেলা
জেগে থাকে তার বেলা কিছু বল?


চাঁদ মামা
সারা রাত
আপন মনে দেখো কেমন খেলা করে।
তুমি বাবা
ভীষণ বাজে
কেন ধরে রাখো আমাদের ঘরে?


প্রতি রাতে
দিদা তাদের
শোনায় কাহিনী সঙ্গে রূপকথা।
পক্ষীরাজ ঘোড়া
জিওন কাঠি
ব্যঙ্গমা ব্যঙ্গমি আরও পঞ্চতন্ত্র গাথা।


এই বেলা
দেখো দেখি
মনে ধরেছে তাদের বায়না।
চাই তাদের
জিওন কাঠি
দাদুর কাছে এসে করে কান্না।


কোনো রকমে
ভুলিয়ে ভালিয়ে
দাদু তাদের চুপ করালো।
জিওন কাঠি
এনে দেবে
এই বলে তাদের মন ভরালো।


লুকিয়ে রাখলো
দাদুর চশমা
আর একজন নিল দাদুর লাঠি।
জিওন কাঠি
না দিলে
পারবে না তুমি করতে হাঁটাহাঁটি।


এত দুষ্টুমির
মধ্যেও তাদের
সবাই বড় ভালোবাসে।
বাবা মায়ের
ভীষণ আদুরে
তাই তারা দুষ্টু মিষ্টি হাসে।