বেদনার সমুদ্রে ডুবে যায় এক তরী
মাস্তুল ভেঙ্গে গেছে তার।
হাতড়িয়ে হাতড়িয়ে কূল খোঁজে
সহ্যের উর্দ্ধে বেদনার ভার।


রৌদ্র,ঝড় কখনো ভরা উত্তাল
পার করেছে কত শত।
আঘাত ছাড়িয়ে পার করেছে লক্ষ্য
জীবন কে করেছে শক্ত তত।


মিশিয়ে দিয়েছে তারে বারে বারে জলে
ভেঙে পড়েছে কতবার।
তখনো মাথা উঁচু করে ভেসেছে
নিজেকে করেছে দুর্বার।


সান্ত্বনার নামে পেয়েছে শুধু পূর্বাভাষ
পাশে ছিল না তার কেউ।
সুযোগ খুঁজেছে মুচড়ে ফেলবার
ধুয়ে নিয়ে গেছে তারে ঢেউ।


বাস্তবের কঠিন চিত্র দিয়েছে তারে ধরা
করেছে সে অতিবাহিত বারে বারে।
তখনো মেনে নিয়েছে ভাগ্য বলে
ঠাঁই দিয়েছে সবারে আপন দ্বারে।


নিজেকে রেখেছে সদা উন্মুক্ত
কে দিল আঘাত কে বা বাসলো ভালো।
শুধু মনে রেখেছে জীবন তো একটাই,
বিকিরণ করে যাবো যতটুকু আছে আলো।