আপন খেয়ালে কবিতা লিখি আমি,
কবিতায় আমি পাই  সুখ।
কবিতা আমার হৃদয়ের স্পন্দন যোগায়,
কবিতায় আমি দেখি আপন মুখ।


আপন খেয়ালে কবিতা লিখি আমি,
কবিতায় আমি পাই শক্তি।
বিচ্ছিন্ন হয়ে ভেঙে পড়ায় বেলায়,
কবিতা আমায় দেয় মুক্তি।


আপন খেয়ালে কবিতা লিখি আমি,
কবিতায় আমি পাই নম্রতা।
স্নেহ ভালোবাসায় গুরু সম্মানে,
কবিতা আমায় শেখায় ভদ্রতা।


আপন খেয়ালে  কবিতা লিখি আমি,
কবিতায় আমি পাই বাঁচার ছন্দ।
ভালো মন্দ বিচার বিবেচনায় ,
কবিতা ঘোচায় আমার মনের দ্বন্দ্ব।


আপন খেয়ালে কবিতা লিখি আমি,
কবিতায় আমি পাই চৈতন্য।
ব্যক্তিত্বের বিকাশে মনের পূর্ণতায়
কবিতায় আজ আমি ধন্য।


আপন খেয়ালে কবিতা লিখি আমি,
কবিতায় আমি পাই গৌরব।
জন্ম, মৃত্যু নিশ্চিত, মানব মনে,
কবিতা আমায় দেবে বৈভব।
         ...........