১০৯৫ টা অহ্ন কাটিয়া গেলো
ক্লেশ আর মেহনতে।
স্বিদ্ধিত কলেবর এ
ছিলো মোর ব্যাধি।


অনিত্রি আর তাত
নিলোনা মোরে কবরেজের ধারে।
নিমিত্ত তেনাদের
ভুজে নাহি কড়ি


এক অহ্ন জনয়িত্রী কে
কহিলাম অতিকায়
অতিশয় হইলাম
নিযুক্ত করনা মোরে
পাঠ্যশালায়।


তাছাড়া আমিতো
অধুনাতন কালের
তনয়া।
আর অবনি কে
জানিবার আরো
অতীব ঔৎসুক্য
বাকি রইলো।


জনয়িত্রী হাসিয়া মোরে
কথা দিলো নিযুক্ত করিবে,,,,
কিন্তু করিবেনা।


নিমিত্ত আমি নন্দিনী।
আমি অমিত বলিয়া
নাইকো আমার সখা।


চত্বারিংশ হইলো অনিত্রি
ইহলীলায় গেলো।
তাত ফের নিকা করলো।


নিলয়ে গমন করিলো
নবজনিকা।
অতিব কান্তিমতি,,
চেহারায় তাঁহার
অভিনব লাবন্য।


রম্য হইলে কি আর
চরিত্র ও নম্র হইবে
নাকি?