তারিখঃ৪/৬/২০২২
কবিতাঃ বকুল গাছ
কলমেঃ নাজমুন নাহার সামিয়া


এই বাড়ির ধারক আমি
স্থান ছিলো মোর উঁচু ভূমি।
সকল কাজে উপকার করি
বাড়ির কাজ সব আঁকড়ে ধরি।


আঠারো বছর ছিলাম আমি পড়ে
বছর পেরিয়ে বছর আসতো ঘুরে।
বাতাস দিতাম ক্লান্ত গৃহবধূকে নিজে
বদলে দিতো আমায় আবর্জনা গুঁজে।


মনের সুখে ঝরিয়ে দিতাম বকুল ফুল
ফল গুলো খেতে করতো না কেউ ভুল।
ফুলে ফুলে ভরে যেতো গাছ তলা
মেয়েরা গাঁথতো মনের সুখে মালা।


একদিন হলো কি,তোমরা কি জানো?
সত্যি বলছি কথামালা আমার কথা মানো।
দূর থেকে কয়েকজন আসলো
গাছ কিনবে এই কথা বলে চলে গেলো।


কর্তা বাবু বললো হেসে বেচে দিই তবে
গৃহিনী বলে কথাগুলো বলছো নাকি ভেবে?
টাকার দরকার বেচতে তো হবে তাকে
অনেকগুলো টাকা পাবো যদি ভাগ্যে থাকে।


কয়দিন পরে লোক এসে উপড়ে দেয় গোড়া
সাথে সাথে কেঁদে উঠে আমার চক্ষু জোড়া।
ভাবছো হয়তো গাছের বুঝি চোখ আছে?
এই বাড়ির মেয়েটা ও তো এভাবে গিয়েছে।