আমি নিতান্তই সাধারণ মেয়ে।
শহরের মেয়ের মতো আমি অতটা
গুছিয়ে কথা বলতে পারিনা।
আমার কথায় মাধুর্যতা নেই।
আমি পাড়া গাঁয়ের মেয়ে।
আমি শাড়ি পড়ি।
আমি থ্রি পিস পড়ি।
আমি শহরের মেয়ের মতো
জিন্স টপস এগুলোতে অব্যস্ত না।
আপনি পারবেন?
আমায় ভালোবাসতে?
আমি কপালে টিপ পড়ি।
আমি গায়ে সুগন্ধি ছিটাই না।
আমি আপনাকে চিঠি লিখতে পারবো
মেসেজ পাঠাতে পারবোনা।
শহরের মেয়ের মতো আমি পার্টিতে যাইনা।
আমি অত্যন্ত সাধারণ মেয়ে
আমি আমার গ্রামটা ঘুরে দেখি।
আপনি পারবেন?
পারবেন?
আমাকে ভালোবাসতে?
আমার কালো চুল আমি ঝরঝরে রাখিনা
সকালে বাসি ফুল কুড়িয়ে
মালা বানিয়ে চুলে লাগাই।
আমি আপনার শহরের মেয়ের মতো
হতে পারবোনা।
এবং আমি চাইওনা।
ভালোবাসতে পারবেন?
শরৎ বাবু
আপনিও তো একসময় গ্রামে ছিলেন।  
প্রকৃতির সাথে মিশে ছিলেন।
আপনার নাড়ির টান তো
বিখ্যাত উপন্যাসিক জহির রায়হানের গ্রামে।
কি ভুলে গেছেন?
এবার ভালোবাসতে পারবেন?


২৫/২০/২০২৩