আমি কবিতা লিখি না
সবই আমার অব্যক্ত কথা,
যা চিৎকারে বলতে গিয়ে
বাধা দেয় সমাজ প্রথা।


আমি ছন্দ সাজাই না
সাজাই আত্মার সুখ,
শত অপ্রাপ্তির মাঝেও যা
ভারী করে না মুখ।


আমি কবিতা লিখিনা
শুধু প্রকাশ করি মনের ছন্দ,
এমনিতে খুনি আমি স্বতঃস্ফূর্ত হৃদয়ের,
তাইত চলি হয়ে ভন্ড।


আরে আমি কবি নই
সেই যোগ্যতা আমার নেই
শুধু খুজে বেড়াই একটি মন,
যার আগমনে পরিবর্তন হবেই।


ছন্দে সাজিয়েই বলি আমি
আমার হৃদয়ের যত আকুলতা,
এসব পড়েই বিচার কর তোমরা
এগুলোকেই বলো কবিতা।