আমি নারী, আমি ধন্য
এই নারী রূপ পেয়ে,
থাকি সদা নিস্তব্ধ
শত কাটার আঘাত সয়ে।


মুখ ফুটে বলিনা কিছু
পাছে অন্যে ব্যাথা পায়,
অন্যের স্বার্থে উৎসর্গিত
আমার সর্ব জীবনময়।


আমি কাঁদি অন্যের কান্নায়
হাসি অন্যকে দেখে,
আমি তখন সুখে থাকি
যখন অন্য থাকে সুখে।


আমি সদা সহি না যাতনা
পারি উল্টো জবাব দিতে,
সহজে ধৈর্য হারাইনা আমি
কেবল আঘাত পেতে পেতে।


আমি জানি অস্র ধরতে
যোগ দিতে যুদ্ধে,
পারি আমি সমাধান দিতে
কঠিন কোনো দ্বন্ধের।


আমি পারি ভালোবাসতে,
জন্ম দিতে ভালোবাসার,
আমার মধ্যে ঘৃনা ও আছে
শুধু ব্যবহার করিনা তার।


বাবার ঘরের সম্মান আমি
স্বামির অহংকার,
ছেলের ঘরের মমতা
সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব আমার।


করিনা কভু অহংকার
নিজ গুনের বিনিময়ে,
শুধু বলনা অবলা কখনো
কোনো নারী সমাজ কে।


আমি পারি পাল্টে দিতে
এই জগতেরই ধারা,
জগৎ সংসার ছন্ন ছাড়া
আমি নারী ছাড়া।