আর একটাবার দাওনা শুনতে
আমায় স্বাধীনতার গান,
আবার আমি বাঁধবো আশা
সুখে জুড়াবো প্রাণ।


আর একটাবার দাওনা লিখতে!
আমায় সাম্যের কবিতা,
আবার আমি সাজাবো ছন্দ
শান্ত হবে এই প্রাণটা।


আর একটাবার দাওনা বুঝতে
ওদের অব্যক্ত কথাগুলি,
আবার আমি চিৎকার করবো
যাবো ওদের সাথে চলি।


যারা দিনে এনে খেয়ে বেঁচে
করে প্রতিবাদী চিৎকার,
তারা প্রতি ভোরে জেগেই করে
জয়ের অঙ্গীকার।


আরও একটাবার দাওনা চলতে
আমার গন্থব্য ধরি,
এবার আমি থামবোনা ততক্ষণ
যতক্ষণ না মরি।