এক পাটি ছেঁড়া জুতো
পোশাকের নাই হাল,
ফেরী কাঁধে চাঁপাতে চাঁপাতে,
উঠেছে কাঁধের ছাল।


তবু ক্ষান্ত নয় একাজ থেকে
নইলে পেট চলবে না,
তাইত ছোটে গলি গলি
কোন দোহাই মানেনা।


গলা ছেড়ে হাঁক দেয়
লাগে কি এই জিনিসটা,
বিক্রির আপ্রাণ চেষ্টা চালায়
দরকার যে তার টাকাটা।


এরা খেটে খাওয়া মানুষ, বাঁচতে চায়,
চায়না ফুলের মালা,
এরা যে শখের বশে
হয়নি ফেরী ওয়ালা।