আধুনিক যুগের স্মার্টনেস এটা,
যা ছাড়া জীবন অচল,
এখানে ওখানে,বিয়েতে ভ্রমণে,
এটা হলেই সব সফল।


স্মৃতি করে জমিয়ে রাখে,
রাখে অতীত যত্নে,
দূরত্বকে কাছে করে
সাজায় স্মৃতির রত্নে।


কিন্তু কথা এটা নয়,
কথা হচ্ছে অন্য,
বিশেষ মুহূর্ত হারিয়ে যায়
এই সেলফিতে মনোনিবেশ এর জন্য।


এই সেলফিটাই ফ্যাশন আজ
কেরে নিচ্ছে সময় জ্ঞান,
চেতনাশীল মানুষও হচ্ছে,
এর ঝু্ঁকির ফলে অজ্ঞান।


উঠতে,বসতে,খেতে,ঘুমাতে
হচ্ছে ব্যবহার অযথাই,
এর বাইরেও যে জীবন আছে,
ভুলে যাচ্ছে সবাই।


মুরগের ঠোঁট করে "পাউট" দেয়
এটা নাকি আধুনিকতা,??
সবকিছুই অনর্থক আজ,
দায়ী সেলফি প্রবনতা।