কখনো যদি হারিয়ে যাই সময়ের বেড়াজালে,
কেউ হয়তো খুজবেনা আমায়,
থাকবেনা আমার পথ চেয়ে।
ভুলে যাবে হয়তো সবাই আমায় খুব তাড়াতাড়ি
মুছে ফেলবে সব স্মৃতি
আমাকে দূরে ঠেলে দিয়ে।


মরচে পড়ে ভেঙ্গে যাবে দরজায় ঝুলানো তালা
মড়মড় করে ভাঙবে দড়জা
লাইব্রেরীটা উন্মুক্ত হয়ে যাবে,
কালী ফুরাবে কালী শুকাবে প্রিয় কলমটার
টানবেনা কেউ একটা দাগ
পাতাগুলো শুণ্যে পড়ে রবে।


জমবে ধুলো উড়বে ছাই আমার ছবির পরে
হয়তো মুছবেনা কখনো
চাইবেনা একবার কেউ দেখতে
উইপোকা খাবে প্রিয় বই সেল্ফটা আমার
মেঝেতে ছড়াবে বইগুলো
আসবেনা কেউ যত্ন নিতে।


থাকবেনা হয়তো এমন কেউ আর যে
চাইবে একবার পড়তে
জানতে শেষ লেখা কথাটা
কি ছিলো আমার মনের কথাগুলি
কি ই বা উদ্দেশ্যে আমি
লিখেছিলাম শেষ ডায়েরীটা।