বৃষ্টির সাথে আমার দেখা হয়েছিল সেই কবে
হয়ত ভুলেই যেতাম;
আবার সাক্ষাত না হলে
প্রথম দেখাটা হয়েছিল গৃষ্মে;
বৈশাখী ঝড়ের মাঝে
অনাবিল আনন্দে আম কুড়োনোয়,
বৃষ্টির সাথে আমার দেখা হয়েছিল সেই কবে
হয়ত ভুলেই যেতাম...


প্রথম দেখাতেই বৃষ্টি আমায় নিয়েছে আপন করে
আমার মাথা,চুল,কর্ন,নাসিকা সহ ভিজিয়েছে দেহ
সেই থেকে ভিজে চলেছি আমি..
নিয়ত,দুঃখের বরষায়।
নীরব রাতে অঝোর ধারায় এখনও বরষা ঝরে
আমার দুচোখ থেকে
বৃষ্টির সাথে আমার দেখা হয়েছিল সেই কবে
হয়ত ভুলেই যেতাম....


বৃষ্টি আমাকে বেধেছে মায়াডোরে
বৃষ্টি আমাকে রেখেছে একা করে
তাইতো আজও ভিজে চলছি আমি
সাথে ভিজছে হৃদয় বসত ভিটা
হৃদয় জমিন তাইতো স্যতসেতে
বৃষ্টির সাথে আমার দেখা হয়েছিল সেই কবে
হয়ত ভুলেই যেতাম;
আবার সাক্ষাত না হলে........