ঘোর কেটে উঠতেই বসে পড়লাম-
কুঁজো হয়ে, শিরদাঁড়া সোজা করতে পারলাম না।
চোখের দৃষ্টি তখন ও স্পষ্ট হয় নি, ঝাপসা
দাঁড়াতে গিয়েও পারলাম না।
কী অদ্ভুত! সব বদলে গিয়েছে- পায়ের পাতা, নখ, চুল
নিজেকে তখন আর মানুষ মনে হল না।
মনে হলো আমি গাছ, ঝড়ে উপড়ে গেছি।
পাতাগুলো নুইয়ে গেছে, আমার শেকড় যদিও তখনো মাটিতে-
সেই শেকড়ে ভর করেও আমি আর দাঁড়াতে পারছিনা।
আমি আমার চারপাশে কোন রক্ত খুঁজে পেলাম না।
দেখলাম কেবল কৃষ্ণচূড়া
আমার অস্তিত্বের দৃশ্যমান সবটুকু জুড়ে কেবল তারা- টগবগে লাল।
তারা একে একে এই বিরান প্রান্তরে শুকিয়ে মরলো!