দিয়ে প্রেম যত , হৃদয়ের মত
করিয়া ধরণী সৃষ্টি ;
পাঠায়েছে দূত সে যে বারে বারে ,
রাখিয়া সজাগ দৃষ্টি ।


তাহাদের বানী – নয় হানাহানি ,
প্রেম ও শান্তির সুর
ভরিয়া এ ধরা , আছে যত জ্বরা –
হিংসাকে কর দূর ।


ভুলিয়া সে কথা , দিয়ে তারে ব্যথা ,
আপন কার্য সিদ্ধ
করিতে সকলে , বলে - কৌশলে
করেছো কাঁটায় বিদ্ধ ।


তবু তারা আসে , আকাশে – বাতাসে –
মাটির ধূলিকে ছুঁয়ে ,
বোঝোনি কখনো , অবুঝ এখনো ,
বিবাদে মগন দু’য়ে ।


তারই হাতে গড়া , অখন্ড ধরা ,
করুণার নাই শেষ ;
রচিয়া গন্ডি , করিয়া খন্ডি ,
গড়েছো পৃথক দেশ ।


নেই কোনো ক্ষমা , আছে সবই জমা ,
ফল ঠিকই পাবে সবে ;
পাপের কলস কানায় কানায়
পূর্ণ যেদিন হবে ।।