আমি মুখোশওলা ।
হরেক রকম মুখোশ আমার কাছে পাবে ।
তোমরা কে , কি নেবে ?


তোমার মনে হাজার দুঃখ শোক ।
তুমি তাহলে এই মুখোশটা নাও ,
হাসি খুশী লাগবে তোমাকে ।


তুমি তো দেখছি চালাক খুব !
তবে তুমি রাখো এই বোকার মুখ ।


খেটে খাওয়া গরীবের মুখোশও আছে ।
বাবু ! ওটা রেখেছি তোমার জন্যে ।


( দিনান্তে বিক্রি বাটা প্রায় শেষ । )
আর মাত্র একটা মুখোশ আছে ।
ওটা মানুষ ছাড়া অন্য কারোকে দেবো ।
ওটা ভদ্রলোকের মুখোশ ।।