আমার পৃথিবী তুই


তোর নাকের নাকফুল আনতে যদি বলিস
আমি তবে মহাকাশ কিনে নেব।
তারপর অনন্ত ঠাণ্ডায় জ্বালিয়ে দেব  শূন্য।
যে আগুন ঠিকরে গোলাকৃতি নক্ষত্র
শূন্য । তুই খালি শূন্য দেখিস?
আমি দেখি জ্বলন্ত ।
আমি দেখি সৃষ্টি । ডিম্বাণু তোর।
চোখ তোর। অশ্রু তোর।
নাকফুল তোর।


তুই নাকফুল চেয়ে দ্যাখ শুধু ।
আমি সবুজ গাছ হতে জানি।
রন্ধ্রে রন্ধ্রে পৃথিবীর বিষ প্রশ্বাসে নিয়ে দেব ছায়া ।  
পাতা পাতা আমার দুহাত।
নিরলস  বায়বীয় প্রার্থনা শেষে
ফুল হয় কেবলই একদিন নক্ষত্ররা।


তুই খালি ফুল দেখিস।
আমি দেখি পৃথিবী ।
দেখি গণিতের শূন্য গোলাকৃতি ।
সমাধানে শূন্য এলে সমাপ্ত হয় সমস্ত জটিলতা ।
শূন্য । তাহলে শূন্য দেখিস কেন?
শূন্যের ভিতরেই দেখ সমস্ত গণিত ভরা।


তুই শুধু নাকফুল চেয়ে দ্যাখ ...
আমি গাছ হলেও ফুল ছিড়তে জানি।
আমার জন্য শুধু নাক ফোটা তুই
আমি হৃদয় ফুঁড়ে তোর জন্য প্রজন্মও আনতে জানি।


প্রতিমা রায়বিশ্বাস