শষ্য-কথা


আর কিছুটা পথ পেরোলেই শুকিয়ে যাবে পুকুর ।
বাসের ঘন্টিতে নেমে যাবে বিচ্ছেদ ।
পথ শেষে যে বাঁকে  ফিরে যাবে রাত
সেখানে চাষী কাদাজল মেখে বীজতলা ধান পুঁতে গেছে এই কিছু আগে।
পুকুর  থেকে উঠে আসে খাবি খাওয়া অন্ধকার
জোনাকি ভাষায় তারাদের সংলাপে কিছুটা  জিরোনো যাক
মাটি আঁকড়ে ধরার আগে।
আলগা আত্মীয়ে আল দিয়ে কিছুটা জীবন ভাগাভাগি করে
বুক চাপড়ানো চাষী যদি জানতে........


দুঃখ তোমার কলমে ভরে বিনিদ্র কত ব্যর্থ কবিতা ।
বীজতলা হয় শষ্য সোনালি ।
কু্টিয়ালি গন্ধ ভরে আজও সেই পথে বিচ্ছেদ স্টপেজ
নিশাচর পাখি  সেই পথে আজও দিবাস্বপ্ন দেখে।


প্রতিমা