কিই বা লিখি আঙুল খুললেই অক্ষর সব নেমে যায় শুকনো পাতায়।
শিরা উপশিরায় বহে যায় তার অক্ষরের ঘাম রক্ত অভিমান
উপত্যকা হয়ে থাকে পাতা।
আর কিছু সংসারী শব্দ ঢেউ হয়ে নেমে যায় আরও নিচে
যেখানে মাটির ত্বকে ঘাস হবার অনুপ্রেরণা জমা থাকে।
এ যে আমার খোসা, অক্ষরের মেদ মাংস ছিড়ে বেড়িয়ে  যাবো একদিন।
স্কুলপাড়ায় বিকেল নামে। বসন্ত ও নামে ,আর বাংলার কথা কিছু ফুটে থাকে ভাঁটফুলে।
উপাস্য শিবের আবাস ঐ কৈলাশ ...অনন্ত বরফ যার শুভ্ররতন
তবুও জলের টানে মেলে থাকে বেল পাতা,
ঈশ্বর ভাষায় সমৃদ্ধি এত, ঋষি যপা রুদ্রাক্ষ আর বৈদিক ধুনোয় ওড়ে  এখনও বাংলার ধুতরা, আকন্দ ।
আমার আঙুল গলে দিনের পাতায় আঁচড় কাটে হেঁটে যাওয়া তোমার,
হেসে যাওয়া তোমার ,ফেলে যাওয়া কিছু স্মৃতি উপহার।
তাতে ভর দিয়ে উড়ে যায় শীতকাল ,গ্রীষ্ম, বর্ষা বসন্ত,
তাতে ভর করে আমি শিরা উপশিরা নিয়ে হাতের পাতা খুলি
আর অক্ষরে  অনুভূতি রেখে হেঁটে যায় কবিতার দেহ।

প্রতিমা রায়বিশ্বাস