কিছু সুপ্ত বাসনার প্রকাশ দেখি গুটি বাঁধা আমফুলে
বয়সের জলে ভিজে গেছে আমার কোমর ..  
তবু মনের ভিতর সেই মৌমাছির উড়ে যাওয়া দেখি
অকাল বৃষ্টি এখনও পুষ্প পুষ্প ঐশ্বর্য্যে  
সব ফুল ফুটে গেলে প্রতি বছর শূন্য থাকে না একটাও দিন
কিছু তো কাঙ্গাল ফুল তাও ফোটে, কিছু তো আবহাওয়া উড়ে যায়।
এ নশ্বর  দেহ উগলে কিছু গান আজও খোঁজে মেঠো পথ ,
কিছু উদাসী হাওয়া পাতা ছুঁয়ে যায়।
তবু আজ সুপ্তকথারা সত্যি মেখে আমাকে নিয়ে কিছু লিখে রাখে,
কিছু রেখে যায় অসীম বিশ্বাসে ...
যদি কিছু চেয়ে থাকো কখনও মন
প্রকৃতি দিয়ে যায় ঠিকই কোনও একদিন মৃত্যুর আগে।
হয়ত তোমার তখন উপচে পড়া স্রোত, হয়ত বৃদ্ধ সেজে গেছে প্রখর রূপ
হয়ত বিভাজন সেরে দাড়িয়ে থাকে সমস্ত প্রাচীর ...
তবুও তুমি ও আমি কোথাও এক ভুলে ওঠা ইচ্ছার আসা যাওয়া দেখি।
পাশে থাকুক অথবা  নাই থাক গ্রীষ্মিয় ঘেমে ওঠা পুকুর
নাই থাক চলাচল এই ফাল্গুনী মন
বসন্ত এলে এক ভিখিরি গাছও নতুন পাতায় মেলে রাখে তার ....সব ডাল।  


প্রতিমা রায়বিশ্বাস