ছোট বেলায় আমি মা কে
অনেক খুঁজেছি
মা যে ছিল অনেক দুরে-
তাই চোখের জল ফেলেছি,
মা আমাকে খাইয়ে দেবে-
আমি স্বপ্ন দেখেছি
আদর করে ঘুম পারিয়ে-
থাকবে কাছাকাছি..


মা এর মানে বিশাল সেতো
বুঝবো কি করে
মা বলে যে ডাকি নি কখনো-
সে ছিল যে দুরে,
কষ্ট করে মা যে আমায়-
এনেছিল পৃথিবীতে
ভালোর জন্য আমায় সেতো-
পাঠিয়ে ছিল পড়তে..


আমার মতো মা’ও মনে হয়-
এতো কষ্ট করে,
ইচ্ছে করে মা কে আমি-
ডাকি চিৎকার করে.
একদিন আমি যাব চলে-
দৌড়ে মা এর কাছে
মা যে আমায় কোলে তুলে-
রাখবে ধরে পাশে..


অনেক বছর পার হল-
আমার পড়াশোনা শেষ,
চললাম আমি বাড়ির দিকে-
ভাবছি মা এর বেশ..
__*____*_____*___
সব কিছুতেই মা কে খুঁজি-
সব কাজের ফাঁকে,
একদিন আমি খুঁজে পেলাম-
আমার যশোদা মা কে.
মা যে আমায় আদর করে-
খাওয়ালো পেট ভরে,
নিজের হাতেই ঘুম পারালো-
খুব আদর  করে.


মা যে আমার পাশে থাকে-
সব আপদ  বিপদে,
এতো ভালো মা কে পাবো-
আমি জানবো কি করে.
মা কে আমি খুব ভালবাসি-
তার জন্য সব কিছু করবো,
এমন  ভালো ছেলে হব-
কৃষ্ণ কেও হার মানিয়ে দেবো.


আমার থেকে কেও কি ভালো-
বুঝবে মায়ের ভালবাসা,
মায়ের জন্য আমার যে-
এই পৃথিবীতে আসা.
মা আমায় আদর করে-
ডাকে লক্ষী সোনা,
মা কে আমি কোনো দিনও-
কষ্ট দেবনা..