মন আমার ঘুমিয়ে আছে
স্বপ্নকে করে নিয়ে বালিশ,
জাগবে তখন  তুই কোনোদিন
আমায় মন থেকে যদি ডাকিস..


তুই ছাড়া যে জাগবে না সে
জেনে রাখ তুই এটা,
এই জীবনে মনের মতো
তার স্বপ্ন গুলোও একা..


স্বপ্ন গুলোও সব সময়
তোকে চায় যে শুধু ভাবতে,
মনটা যে চায় ব্যাকুল হয়ে
তোর সারাতেই জাগতে..


স্বপ্ন সেতো একা বসে
একটা লাল গোলাপ ফুল নিয়ে,
অনেক কথা বলবে সেতো
তোকে ফুলটা হাতে দিয়ে..


বলবে সেতো মনের কথা
ঘুমিয়ে সেতো ১১ বছর ধরে,
তুই যদি না ডাকিস এখন
ওযে সত্যিই যাবে মরে..


স্বপ্নকে তুই বলবি তখন
“স্বপ্ন তুই আমাকে দেখাস নারে ভয়,
১১ বছর  মন ঘুমিয়ে-
এমন  কি করে  হয় ?”


স্বপ্ন তখন  বলবে হেসে
‘তুই বুঝলি নারে আমার কথা,
অনেক বছর আগে যে তুই
ওকে দিয়ে ছিলি ব্যাথা..


সেই ব্যাথাতেই এই মনটা
তখনি গিয়েছিল মরে,
আমি আগলে রেখেছি দেহখানি
ঠিক ১১ বছর ধরে..”