বিদায় শিশুর দল
              সামসামা  জামান
( পাকিস্তানে নিরীহ অগণিত শিশু মৃত্যর কথা মনে রেখে )
সন্ধ্যা হলে দেখি আমি,আকাশ ভরা তারা ।
মনে ভাবি ঐ খানেতেই আছে আমার নয়ন তারা ।
দুদিন আগে মানিক আমার ছিল এই চোখে ।
অকাল কুঁড়ি পড়লো ঝরে,স্থান পেল স্বর্গলোকে ।
রক্তগঙ্গা বইয়ে দিয়ে করতে চাইছ বিশ্বজয় ।
একদিন ঐ অবোধ শিশুই ধরবে টুটি করবে তোদের লয় ।
অবোধ শিশুর বিদায় বেলায়  নয়ন করে ছল ছল ।
হিসাব ক’ষে আসবে ঘরে কোটি কোটি শিশুর দল ।
সুশিক্ষিত নস  রে তোরা কুশিক্ষায় নিমকহারাম বেইমান ।
মুখের মুখোশ খুলে হলি শিশুহন্তা কুসন্তান ।
বিশ্বে তোদের নেইকো মান,দেশদ্রোহী শয়তান ।
শত মায়ের মনে ব্যথা দিয়ে পাবি নারে নরকেও স্থান !