স্বপনের চোখ
                          সামসামা জামান
ছোটো বেলার সাথী তুমি
থাকতে আসে পাশে ।
মনের সুখে কথা বলতাম  
তেঁতুল তলায় বসে ।
তোমার চোখে স্বপ্ন ছিলাম আমি ।
             না বলা কতো কথা থেকে যেতো বাকী
               রাতের আঁধারে নিশাচর প্রাণীর বেশে ।
              থেকেছি কত রাত পাশাপাশি বসে ।
              কখনো মনের অজান্তে আলিঙ্গনে রত  
              যতো কথা শান্ত হোলো,আশ্চর্য প্রদীপের মতো  
              আকাশের তারা হোলো ভালোবাসার সাক্ষী ।
কত দিন কত রাত তোমাকে ছেড়ে যে আমি    
পৃথিবীর মাঝে জেগে আছি  ব্যথা নিয়ে বুকে
এ ঋণ শোধ হবে কী কখনো ভাবি মনে মনে  
ভগবানের কাছে প্রার্থনা করি বসে নির্জনে ।  
ছোট্ট বেলার সাথী তুমি দুহাত মেলে দিও নিজগুনে
তোমার চোখে স্বপ্ন ছিলাম আমি ।