সামসামা জামান    zaman6457@gmail.com
                              
রাস্তার দুধারে মাথা তুলে
দাঁড়িয়ে তুমি ফুটপাত !
তোমার বুকের উপর করে চলে
সারাদিন শত শত পদাঘাত ।
আঘাতে, আঘাতে ক্ষত বিক্ষত হয় তোমার দেহ মন
তবু তুমি নির্বিকার নিস্প্রান, ফুটপাত!
তুমি পাওনা শ্রমের দাম, পাওনা শ্রমের মর্যাদা।
তুমি সমাজের বুকে ঘৃণ্য অপমানিত সর্বদা ।
ধনীরা সুখ স্বাচ্ছ্যন্দে জীবন কাটায় নির্বিবাদে
তোমার জীবন কাটে বুক ফাটা রক্তে,ফুটপাত !
রাতের অন্ধকারে দুষ্কৃতির চলে বোমাবাজী হানাহানি ।
সান্ত্বনা দেয় না কেঊ জানি ।
আতঙ্ক বাদীর আতঙ্কে আতঙ্কিত
ল্যান্ডমাইনের ভয়ে সংকুচিত
চিৎকার করে প্রতিবাদ করতে পার না।
মানবো না – মানবো না সমাজের ওই বর্বরোচিত অত্যাচারের নীতি ।
স্ট্রাইক করো, লক আঊট করো, রাজ্যে সর্বস্তরে।
কেন তোমাদের দাম দেয় না কেঊ ,
দেয় বুটের গুঁতো, ফুটপাত !
তুমি থাক জনগণের মাঝে
তোমার উপর দিয়ে ঊল্কাবেগে  ছূটে চলে শত শত  গাড়ী ।
তোমার রক্ত ঝড়া শ্রমের মূল্য পাও না কানাকড়ি ।
তুমি জলে ভিজে, রোদে পুড়ে,অপমানিত হয়ে ,
কাটিয়ে দাও দিন রাত্রি ফুটপাত ।
জয় হোক জয় হোক জয় হোক তোমার ফুটপাত!