বেঁচে থাকার রসদ দিলে , দিলে বাসস্থান।
পেলাম আমি তোমার কাছে অযাচিত সম্মান।
তোমার কাছে নেইকো আমার কোনই অভিমান।
রূপ সাগরে ভাসছ আমার প্রিয় আন্দামান।


নবীন প্রবীন আসছে কত দেখতে রূপের বাহার।
দ্বীপভূমিকে দেখার ছলে জুগিয়ে যাচ্ছে আহার।
নীল,হ্যাভলক,লাইমস্টোন কেভ,জারোয়া দেখবে বলে
ছুটে বেড়াচ্ছে সাগর-পাহাড়, ছুটছে জঙ্গলে।


সেলুলার জেল মনে করায় বীভৎস কালাপানি
দেশপ্রেমীর চরণধূলির  আছে যে হাতছানি !
এই মাটিতে কী যে জাদু,কী যে প্রাণের টান!
দ্বীপের ছোঁওয়ায় মন ভরাবেই  স্বপ্নের আন্দামান!
------