আমরা নাকি স্বাধীন দেশের  স্বাধীন নাগরিক?
স্বাধীনতা নয়, মিথ্যেয় ভরা শুধু চাল রাজনৈতিক।
স্বাধীনভাবে পথ চলতে এখন অনেক বিঘ্ন।
স্বাধীনতাকামী মহাপুরুষেরা কেউ দেখেনিকো এই স্বপ্ন।
জনগণ বলে –‘ আজকের দিনে কেউ নই মোটে স্বাধীন।
কতিপয় নেতা দেশ বেচে খাবে তাই নাচে তা তা ধিন ধিন’।
ব্রিটিশ বাহিনী সংগ্রামী কিছু নেতাদের দিল দ্বীপচালান।
সেলুলার জেলে খোদিত আছে যে, বিপ্লবীদের সে জয়গান।
সোনার ছেলে ক্ষুদিরাম যেচে পড়ে নিল গলে ফাঁসি।
ফাঁসির দড়িকে মালা ভেবে দিল অহংকারের হাসি।
দেশকে স্বাধীন করতে শহীদ রক্তে ভরেছে নদী।
সুখ-দুখ তাই ভাগ করে নাও সেই মান রাখ যদি।
মজবুত কর ভারতবাসীর ভ্রাতৃত্ব- বন্ধন ।
মানুষ স্বাধীন, হিন্দু-মুসলিম-শিখ-খ্রীষ্টান নয় বিভাজন ।
ভারত মাতার কাছে নেতাজীর মুল্য কি কিছু কম?
বাড়িয়ে যাও কদম, বল, -‘জয়হিন্দ’ ‘বন্দেমাতরম’।।  
     ------------