কথায় বিষ কথায় মধু
কথায় এতো ধার
কথায় মালা কথায় জ্বালা
কথায় মন ভার।
.
কথার মাঝে ছুরি চালিয়ে
কেউ করে ঘায়েল
কথার খাঁজে সুর বসালে
বেজে ওঠে পায়েল।
.
কথার বুকে বয় কখনো
বেদনার প্রপাত
রসের কথা বলতে গিয়ে
কেটেই যায় রাত।
.
কিছু মানুষ কথায় বড়ো
চতুর চলাফেরা
কাজের বেলা তাল বাহানা
অলস ঘোরাফেরা।
.
মুখের ভাষা বহন করে
ব্যাক্তি-পরিচয়
কথার ছলে দশ পৃথিবী
কেউবা করে জয়।
.
কথার পিঠে কথা সাজিয়ে
কবিতা লেখে কবি
কতো দিনের কতো কথায়
ভাসে শোকের ছবি।
.
আস্ত্র হাতে যুদ্ধে নামে
কথার এতো ঝাঁঝ
গুলি বোমায় হয়না যেটা
কথায় হয় কাজ।
.
দিয়েছ কথা রাখোনি তুমি
এটা একটা রোগ
একটি কথা বয়ে বেড়ায়
আজীবনের শোক!
.
মাসের পর বছর যায়
কথারা থাকে বেঁচে
হিসেব করে মানুষ বুঝে
বলবে কথা বেছে।
.
উচিত কথা বললে নাকি
বন্ধু পর হয়
মিথ্যে দিয়ে হয়না জানি
সত্য টুকু জয়।
_
ছন্দঃ মা ত্রা বৃ ত্ত
===
.
ইস্পাতের রংধনু
.
মানুষের ভেতরে অস্থিরতা।কচি পাতা ঝরে
পড়ার মতো অস্থিরতা।খিরাই ক্ষেতের ভেতর
দিয়ে; তটস্থ শেয়ালের ছুটে চলার মতো
অস্থিরতা!
.
বর্ণ বা ভাষাজ্ঞানহীন নয় মানুষ। তবুও নিশ্চুপ...।
রিমরিম কাগজ, কালিভরা কলম সামনে,
লেখার নেই কিছুই...
.
জলোস্রোতে বিদ্যুৎ প্রবাহের মতো, মানুষের
চোখেও
বিদ্যুতের খেলা। কিন্তু ব্যাপ্তি নেই কোন।
কোথাও যেন
একটা বাধা।কেন বাধা? কিসের বাধা?
.
যমদূরের অনুচরেরা প্রকাশ্যে ঢেলে দিচ্ছে
নিঃশ্বাসে বিষ।
দুষিত বৃক্ষ মানুষের ছায়ার পাশে ছড়িয়ে দিচ্ছে
ব্যাক্টেরিয়া ফ্লু। দৌড়াতে-দৌড়াতে অস্ত্রের
মুখে শুকিয়ে
যাচ্ছে মানুষের মৃত্যুকালীন ঘাম।
.
বন্দুকের টোটা।কিরিচের কর্কশ চক্ষু।বিক্ষত
লাশ।ডেডস্পট। রক্তভেজা কংক্রিটের পথ
মাড়িয়ে, মানুষ খুঁজে নেয় অদ্যকার কর্মস্থল।
বুকে হাত রেখে নিজেকে বলে, বিশ্বাস করায় -
'এইযে আমি, বেঁচেতো আছি, এবং আমার খুব
তাড়া আছে চলি'।
_
=====
.
প্রেম সম্পর্কীয়
.
ছড়ানো হৃদয়ে তুমি সুঁচের ফোঁড়া
আকস্মিক আবেগে; লাইনচ্যুত তীব্র নিশ্বাস।
.
প্রেমিক কখনো মুদ্রাকর, হৃদয় একটা ছাপাখানা,
কালো কীটের মতো বর্ণগুলো
নির্বাক ক্ষত; ক্ষরিত ব্যথার প্রসবণ।
.
পশমি কাপড়ের মতো হৃদয় মোলায়েম হলে,
খুলে যায় শ্বেতপদ্ম চোখ, কৃষ্ণের মতো
ঠোঁটে বাঁশি নিয়ে, প্রেমিকের জন্মহয় বারবার!
========
.
মাথার ভেতর চাকা
,
মাথাটা আজ ঘুরছে চরম যেমন পথের বাঁক
মাথার ভেতর একটা পাগল দিচ্ছে শুধু হাঁক!
.
হাঁড়ির সাথে হাঁড়ি যেমন মাথার সাথে মাথা
ঠোকাঠুকি চলছে খুবই বাড়ছে তাতে ব্যথা।
.
মাথার ভেতর জলের বাড়ি ঘিচিমিচি আঁকা
মগজ ভরা সোনার খনি জায়গা তো নেই ফাঁকা।
.
মাথাটা আজ ঘুরছে চরম লাটিম যেমন ঘোরে
চুলগুলো সব উড়েছে দেখ পাখির মতো কোরে!
.
মাথার উপর চেপে আছে মস্ত একটা ষাঁড়
আজরাঈলের মাথার চেয়ে আমার মাথা ভার।
ছন্দ: স্ব র বৃ ত