লজ্জার কস্টিউম
.
আমরা মূলতঃ ধর্ষককে পুড়িয়ে মারতে চাইনা;
ছাইভস্মে বিশেষ কি কাজ? মেটেনা দায়...
.
তবে, নরক হারিয়ার বেশ নামডাক শুনেছি—
নাকি
হাই ভোল্টেজ আগুন, পোড়াবে ঠিকই ছাই
হবেনা।
.
এমন আগুন পেলে এই পৃথিবীতেই নিজনামে
প্রতিষ্ঠা
করতাম, পঁয়ষট্টি হাজার 'ধর্ষক টর্চার সেল।'
.
আমরা মূলতঃ ধর্ষককে পুড়িয়ে মারতে চাইনা;
তার বদলে তাকে দোয়েল চত্বরে উলঙ্গ করে
রাখতে চাই—হিজড়ে গোত্রীয় শেষ প্রিন্সেস
তার শিশ্ন দড়ির মতো পাকাক; সেখানে বপন
করুক সিফিলিসের জীবাণু, হাতপা বেঁধে ছেড়ে
দিক নেউল।
.
আমরা মূলতঃ ধর্ষককে পুড়িয়ে মারতে চাইনা;
আট আনা ক্ষোভ, আট আনা বেদনা, কিছু
নিষ্ফল প্রতিবাদ, অন লাইন অফ লাইন আর
নিউজ ফিড-ই, শেষ কথা নয়; তার বদলে
তাকে তুলে দিতে পারি একজন বাঁদর'অলার
হাতে— জৈন্তাপুর থেকে কারাকাসের পথে
গলায় শেকল পরিয়ে ঘুরাক।
.
আমরা মূলতঃ ধর্ষককে পুড়িয়ে মারতে চাইনা;
সোহাগী, সিমি, তৃষারা হয়তোবা তা আর চায়
না,
বরং তার বদলে তারা চায়—কাবা শরীফের
পবিত্র
গিলাফে ঢেকে দেয়া হোক দুষ্কৃতীর মস্তক
মোবারক।
.
বরং তারা চায়—মংগা এলাকার বাসিন্দার মতো
প্রশাসন 'নিষ্কর্মা' দায় নিয়ে খাপে লেজ ভরে
ঘুমাক—রাষ্ট্র গোলাপ জলে গা ধুয়ে আতর সুরমা
লাগাক।
.
বরং তারা চায়— তাদের বিক্ষত লাশগুলো কেউ
খুঁজে
না পাক, শেয়াল কুকুরে খাক—পাবলিশ না হোক
বৃহত্তম সংবাদ, তারচেয়ে বিশ্লেষণে-বিশ্লেষণ
লুকিয়ে
যাক শ্বাপদের ছুরি, বিকৃত মারবেল, মুখের
পোস্টার।
.
বরং তারা চায়—কবরের মাটি চেপে বসুক বুকে,
মুছে দিক লজ্জা, আর সমস্ত ক্লান্তির দাগ—
ভেসে
না আসুক পৃথিবী থেকে দুষিত নিশ্বাস, রঙ্গালয়
থেকে মানুষের হায় হোসেন কলরব।
.
আমরা মূলতঃ ধর্ষককে পুড়িয়ে মারতে চাই না;
বরং থোকা-থোকা ঘৃণা ও রাশি-রাশি লজ্জার
কস্টিউম এঁটে পেট্রোল কূপে পুড়ে মরতে পারি!
==
.
প্রেসক্রিপশন
.
আরব্য জাদুকরের মতো মাথার চুল ছিঁড়ে-ছিঁড়ে
ফুঁ—দিয়ে আকাশে উড়িয়ে দাও—শান্তি পাবে!
.
অষ্টম আসমান থেকে, ঈশ্বর ও তার ক্যাডারদের
নিশ্ছিদ্র জাল ছিন্ন করে, পৃথিবী নামক
বস্তিতে
লুকিয়ে-লুকিয়ে যে মেয়েটির স্নান করা দেখেছ;
যাকে তোমার ঠিক মাদী পেঁপেগাছ মনে
হতো—তার বুকের ঝড়ো-সম্মেলনে পলিথিন
মানুষ হয়ে যোগদান করো—শান্তি পাবে!
.
কলোরাডো-টেক্সাস ঘুরে নিয়ে এসো চার
শুঁড়'অলা
বেনানা শামুক; প্রতিস্থাপন করো শিশ্নে—
শান্তি পাবে!
.
যে দ্রুতই পিতৃবিয়োগ ব্যথা ভুলে যায়; সম্পত্তির
মায়া ভোলেনা—তাসের বাণ্ডিলের মতো যার
আরো আরো টাকা চাই, শান-শওকাত সাথে
গরুর নাদের মতো দব্দবা সুখ—শান্তি
চাই—তার জন্য আমার এই নগ্ন প্রেসক্রিপশন।
==
.
মনস্তাপ
.
টিউব'লে একফোঁটা পানি নেই—খেয়ে নিছে
সে।
.
কলতলায় হাতপা ছুঁড়ছে মা; তাকে বলতে হয় —
পেটথেকে বেরুতে পারেনি বোন—তুমি খেয়ে
নি'ছিলে!
==
.
স্লো পয়জন
.
রোদবৃষ্টির পূর্বাভাস পেয়ে যায় ছাতা। ছাতার
নিচে আং সান সুচির মতো গলাচাপা মেয়ে।
.
মুকাভিনয় জানে—রংবেরংএর নিশব্দ উচ্ছ্বাস...
তার সাথে একজন বৃক্ষপুরুষ ঠিক যেন শাপুর
জাদরান।
.
দৃশ্য পুরোনো বাড়ির দ্বিতল: ক্রমেই খুলে যাচ্ছে
জট,
জ্বলে উঠছে শতবর্ষী স্তনস—প্যান্টি সিস্টেম
সেনোরা,
বগলে ময়লা—হীরের দানার মতো ঘাম!
.
ঠোঁটে ম্যালেরিয়া জীবাণু নিয়ে ধেয়ে আসছে
পরুষ
সচকিত লরির স্টেয়ারিং-এর মতো ঘুরিয়ে
নিলাম চোখ।
.
এখন কফি খাব, বাথরুমে যাবো— দীর্ঘ সময় নিয়ে
ফ্রেশ হবো,
আয়না দেখবো, ঠোঁটে সিগারেট—লাইটার উধাও।
==
.
আলটিমেটাম
.
যদি পারেন দু'এক দিনেই যোগ করুন
জাতীয় গ্রীডে হাজার মেগাওয়াট বিদ্যুৎ
রাস্তা গুলোকে ধোলাই করে পালিশ করুন,
যেন আয়নার মতো তকতক করে মুখচ্ছবি!
.
যদি পারেন দু'এক দিনেই যোগ করুন
দুই নেত্রীকে—ভাতের থালে বসান
গলে যাক বরফ—কেটে যাক মেঘ—অশনিসংকেত।
.
যদি পারেন দু'এক দিনেই বিয়োগ করুন
"আনন্দের চাঁদকে ঘিরে, কলঙ্কের 'চাঁদাবাজি'
প্রয়োজনে একাই—একশোটা অগ্নিনির্বাপক যন্ত্র
নিয়ে ছুটে আসুন—নিভিয়ে ফেলুন ঘাটের, মাঠের,
হাটের, এমনকি মানুষের মনের চক্রবৃদ্ধি আগুন।
.
যদি পারেন দু'এক দিনেই গুন করুন
নিম্ন মধ্যম আয়ের দেশকে, মধ্যম আয়ের দেশে।
ভাগ করুন—অবিভক্ত সিটমহল, চুক্তিকৃত গঙ্গার
পানি।
.
এবার দু'চারটে চিকেন সহ, দু'মুঠো ভাত ছিটিয়ে
সুটেট বুটেট, ঠাস ঠাস ইংরেজি বলা নগরের
এডুকেটেড কাক কে আমন্ত্রণ করুন—কৃতকার্য
গণিতজ্ঞের মতো তার গলায় ঝুলিয়ে দিন;
আপনার অঙ্কের ফলাফল।
.
কাকটি উড়ুক, ফুড়ুৎ ফুড়ুৎ—শহরের অলিতে
গলিতে; ব্যস্ততম রাস্তায়, অফিস পাড়ায়—
বিদ্যুতের
তারে নিশ্বাস ফেলুক, বিলবোর্ডে ঝিমাক।
.
কাকটি নেমে আসুক যানজটের ভেতরে—গাড়ির
উইনশেল্ডে এসে দাঁড়াক —কর্তব্যরত ট্রাফিক
পুলিশের হ্যানমাইক ছিনতাই করে; প্রান্তিক
হকারের মতো, সাফল্যের মৎসব পাঠ করে শুনাক।
.
কাকটিকে একপলক দেখতে, ভেড়ার পালের
মতো নেমে আসুক মানুষ রাস্তায়—শপিংমল,
বিপণিবিতান গুলো, বন্ধ থাকুন—বন্ধ থাকুন
সমুদয় বিকিবাট্রা।
.
কাকটিকে একপলক দেখতে মুলতবি হোক
পার্লামেন্টের নির্ধারিত কার্যক্রম —
স্পিকারের
পেছনে পেছনে কাফেলার মতো হেঁটে আসুক
কেবিনেট, মন্ত্রী পরিষদের সুসজ্জিত দল।
.
চ্যানেল গুলো দিনব্যাপি প্রচার করুক লাইভ
টেলিকাস্ট—কাকটির ইন্টারভিউ নিতে
সাংবাদিকমহল হন্যে হয়ে ঘুরুক, শহরের
এ মাথা থেকে ও মাথায়।
.
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আলজাজিরা, সি এন
এন,
প্রচার করুন বিশেষ প্রতিবেদন—টাইম
ম্যাগাজিনের
প্রচ্ছদে ছাপা হোক কাকটির ছবি—ক্রাইম ওয়াচ
খুঁজে
বেরকরুক সাফল্যের নেপথ্যে আছে কার হাত।
.
দু'এক দিনেই একটা কিছু ঘটুক!
_