ভাষা আন্দোলনের মিছিল শ্লোগানে
পোস্টার ফেস্টুনে আবজ্র বিপ্লবী দাবী
শাশ্বত সত্য শপথে মানবতার গান
সুরাসুর ভেদী জাগ্রত প্রেম ভালোবাসা
ছড়ায় প্রাণে মা জননীর আদর মাখা
চিত্তামোদী বিশ্বজয়ী বাংলা ভাষা
দুর্জয় মাটির বুকে পরাজয় চিহ্ন
আঁকতে পারেনি কোন দুর্বৃত্ত
ঝড় ঝঞ্ঝা সংকট সংগ্রামে
আসে ছুটে একুশ আমাদের কাছে
একাত্তরে এসেছিল যেমন করে
গণজাগরণের সূচনা বিশাল বিস্তারে
এসেছে একুশের চিরায়ত চিত্তবোধ
ভাষা শহীদের রক্তলাল পথ ধরে
জেগে উঠেছে গণ জাগরণ দিকে চার দিকে
নজরুলের মাদারী মর্দে জয় বাংলা
অনিবার্য বিজয় এলো ঐ এলে বলে
উঠেছে আওয়াজ জয় বাংলার জয়।