দেখা হবে না এই কথাটা সত্যি বটে
সকল চেষ্টা মুখ থুবড়ে পড়ে আছে
নিকট দিন তাই বলছে
তার অধিক কথা কেবল
ঘুর পাকের জটা জালের
সূতা কাটার সুযোগ খুঁজে
আশা বৃক্ষের  ধল প্রহরে জেগে থাকা
স্বপ্ন কাজল প্রতিক্ষণের ঘুম চোখে
অরণ্য রাজ অনন্য সাজ আরক চিহ্ন
আৎকে ওঠা সাত সকালে কিসের জন্য
আঁকড়ে থাকা আদর করে
জীবন বোধ যায় হারিয়ে
ভাব ভাবনা এলো কেশের ছায়াতলে
মৃত্যু মুখের শেষ বাণীটি কি যে হবে
কেউ জানেনা মানে সবাই
দেখাদেখির কলা ভবন
ধ্বসে পড়ার বাকি কোথায়
ঝড় এলেই দেখবে খেলা
ভানুমতির আপন ছোঁয়া রৌদ্র জলে
ক্ষীপ্র স্রোতের নাগরী ভাষা কেঁদে ফিরে।