এই শরতে তোমার ফাঁসি হলে
খুশী হবার অনেক কিছু ছিল
আয়োজনের কমতি হতো না না
বড় খারাপ লাগছে এই কথা
ভেবে সেদিন কি এক তান্ডবের
মুখে ছিলাম গুলির রেঞ্জ ছুঁয়ে
হাত পায়ের অবশ রক্তনালী
কিংকর্তব্যবিমূঢ় নিঃশ্বাসের
ভিড়ে অস্থির প্রহর গুণে গুণে
বেঁচে যাবার নাটকে অভিনয়
তবু মন্দের ভেতর ভাল কিছু
এটা বলার সাহস খুঁজে মরি।