ঝাউ তুফানী জীবন নিয়ে ছুটে চলা
রাত্রি ছিঁড়ে শীত সকালে নদীর তীরে
দুর্বা ঘাসের শিশির ছোঁয়া নৃত্যগীতে
অভীরু প্রভাত সবুজ বনের ছায়া
নিজ বলয় ছেঁড়ার নেশা স্বপ্নচূড়া
পেরিয়ে যাবার অদম্য বাসনা খুঁজে
নীল নীলিমার উদাসী হাওয়া কলে
জলজ জ্যোসনা প্রবাসী আদর মাখে
নতুন চরের দৃশ্যাবলি কাছে টানে
ঝড়ের খবর জানাতে ভীষণ ব্যস্ত
দেখায় নিজেকে একলা দুপুর জুড়ে
এমন আর যে হয় না তা নয় বুঝি
এভাবেই এগিয়েছে রৌদ্রে পোড়া নদী
খুঁজে ফেরা তাম্রলিপি ভিজে যায় শখে
প্রাপ্তি যোগ নেই জেনেও সাহস ছুঁড়ে
মারার অক্লান্ত সৈনিক ভাবছে বসে
ইচ্ছের প্রবল বায়ূর চাপকে নিয়ে
একটুও বিচলিত নয় আজ অব্দি।