কথা বলা আজ থেকে যাকনা হারিয়ে
এমনটা হবে ঠিক জানা ছিল না মোটেও
কথায় কথা অনেক কথা হয়ে গেছে বলা
আসল কথাটা বলতে বলতে হয়নিতো বলা
এক জীবনে সব কথা কি বলা যায়
জীবন শেষে থাকে না বেলা জমে থাকা
অনেক কথা হয় না বলা রয়ে যায়
অমৃত নিবিড় দূর চির অন্ধকারে
বেঁচে থাকার অবাধ ধ্বনি সংকর খুঁজে ফিরি
এইতো চাই এমন কিছু নিয়ে আছি
যতদিন বাঁচি এভাবেই থাকতে চাইছি
কথা সরিৎ সাগরে ভেসে যেতে
ইচ্ছেরা এখনো ঠিকঠাক বয়ে গেছে
যেমন ছিল সেদিন তেমনি আজও
সেই প্রিয় ভাবনা নিয়ে জাগ্রত প্রাণ
ভবিষ্যতের দিকে তাকিয়ে নয় ক্লান্ত
কথার কারুকাজে নতুন দৃশ্যপট
জীবন যুদ্ধ শুরু করার আয়োজন
চলছে ভেতরে বাইরে ভীষণ উত্তাপ ছড়িয়ে
বার্ধক্যের চারাগাছ বেড়ে ওঠার খবর
জেনে লাভ নেই যা হবার তা হবেই।