দারুণ ক্ষুধার ছন্নছাড়া জীবনকে আর
জীবন বলতে পারছিনে নিরন্ন মুখের
চৌচির রেখায় যন্ত্রণায় প্রতিযোগিতাকে
জীবন বলে চিহ্নিত করা বড়ই কঠিন
হয়ে দাঁড়িয়েছে সীমাহীন দুর্ভিক্ষের কাছে
নিত্যদিনের ঘরে ক্ষুধার অনিদ্র আলাজ্বালা
কুরে কুরে খাচ্ছে সোনার শরীর লালরক্তে
বিষক্রিয়ার তান্ডবলীলা চলছে এখনো


অবহেলিত গ্রাম আর অভিজাত শহরে
অকাল মৃত্যু সযত্নে বেধেছে মদির বাসা
মানুষ নামের অমানুষ গুলো চিৎকাৎ
ক্ষুধার আদিম গুলি খেয়ে পড়ছে রাস্তায়


নিষিদ্ধ কারো চোখ সেদিক যেতে ভয় খুঁজে
আরো ভীতু হয়ে পড়ে নতুন গাড়ী বাড়ীর
আলতা নেশায় মদমত্ত থাকি সারাক্ষণ
ভীষণ ক্ষুধায় পুড়ে যাচ্ছে পায়ের তলায়
অসহায় মাটি গাছ পাখি আমি তুমি সে
ভাত চাই চাই জীবন ভেতো জীবন ছাড়া
আর কিছু চাইনে ময়ুর সিংহাসনে
বসার ইচ্ছে নেই হচ্ছিনে বাহাদুর শাহ!