কষ্ট নিয়ে ঘর বসতি কষ্টে জীবনপাত
সুখে আছি বলে সবাই কেউ জানে না সত্যি
মিথ্যে নিয়ে চলে যাবার বেলা শেষের খেলা
জমে ওঠে কেউ দেখে না দেখি কেবল আমি
কার জন্য হলো এমন কথা বলতে মানা
মিশ্র ভাবে পড়ে হঠাৎ যাবে কখন থেমে
কত কিছু এক জীবনে তবু হয় না জানা
বিপদ অনেক জানাজানির তাই অজানা
আছে থেকে যাবে হবে না জানা আসল কথা
অন্ধকার নিয়ে হাঁটবে শুধু চিরটাকাল
কষ্ট জীবনের নষ্ট কখনি বসত ভিটা
ছাড়া না হবে না এ যে বড়ই দহন জ্বালা
জ্বলতে পুড়তে ভাল লাগে না জ্বলতে হবে
জ্বলাজ্বলি করে শেষ সময় আসবে কাছে
খোলা আলিঙ্গনে হবে বিনাশ স্মৃতির নৌকা
উড়বে আকাশে তর্কে বির্তকে জড়িয়ে যাবে
ধূলি ঝড় সব চিহ্ন উধাও করবে জানি
দেখবার মত কোন উপায় থাকবে না যে।