নিশি জাগা ভোর এসে বলে যায় শিউলী কোথায়
সহসা সন্বিত নিকট ভেতরে অস্থির বিহবলে
সুপ্রিয়জনের আহবান উপেক্ষা করার সময়
থাকেনা মোটেও আবেগ তাড়িত আরেক ভুবন
মনের খেয়ালি দস্যিপনা ছুটে বেড়ায় অবাধে
কিছুই যায় না বলা চলাচল এলোমেলো শুধু
হাটখোলা সব কিছুর কদর বুঝে না প্রহরী
এভাবে সেভাবে তাকিয়ে অবাক বিরাগভাজন
জীবনের গলি পথ ধরে হাঁটা সামনের দিকে
পরিবর্তনের উজান ভাটির বাউয়ালী কণ্ঠে
দিনান্তে দিনের নতুন খবর শোনার অপেক্ষা
জীবিত থাকার সাহস খুঁজতে থাকে চারদিক
কালোর কলজে ছিঁড়ে ফেড়ে রাজপথে নামে
বৃষ্টির তোয়াক্কা করে না ঝড়ের রাতুল চরণ
বিপন্ন বাতাসে নাচের পুতুল থমকে দাঁড়ায়
শিউলি উদাস বনভূমি ছুঁয়ে ভেজায় শরীর
দরকারী আলো কাছে টেনে নেয় নিশিভোর দেশে
প্রাণ প্রিয় রোদ কাঁদায় হাসায় বৃষ্টির নেশায়।