তোমার চোখের ভেতর রাতের শিমুল পলাশ
নড়ে চড়ে ওঠার দৃশ্য দেখেছিলাম
তোমার চোখের কাছাকাছি হয়ে ভোর ফিরে গেছে
পাহাড় থেকে একলা পাখির গান পাতার ফাঁকে
অসীম অনাদরে বার বার ঝরে পড়েছে


তোমার চোখের ভেতর লাল সালুর মাঠ
দেখে দেখে হঠাৎ মনে হলো এখন
ভালো না সময় সামনে দারুণ দিনের অপেক্ষা
এসে গেছে তারি অগ্রগামী দল


তোমার চোখের ভেতর কালো রাতের মোহন নদী
কেঁপে কেঁপে উঠছে পানসী নৌকার তরুণ মাঝিরা
ভয়ের শহরে নোঙ্গর ফেলছে আনত আননে


তোমার চোখের ভেতর পৌষ বিদায়ে আসছে মাঘ
সীমান্ত রেখায় ব্যথার লুকোচুরি ক্রমাগত
রক্ত শিশিরে ছড়ায় আবেগ সঠিক বিদ্বেষ।


(চমৎকার সাহস)