যেতে হয় চলে যাবো
কার কথা নিয়ে বাক যুদ্ধ
হলে হতে পারে আমি নেই
যুদ্ধ যুদ্ধ করে সব কিছু
খোয়া যাক সোজা পথ বাঁক
করে লাভ হয় না কখনো
যারা করে করুক না তবে
আগ বেলা হেলা খেলা
চলে রাত্রি দিন সরব রঙ্গীন
মরীচিকা মত্ত প্রহর বিদায়
হতে চায় না তবুও আড় চোখে
দেখে নেবার ইচ্ছেটা বেড়ে যায়
যাবার খেয়ালে ভাটা পড়ে
যুদ্ধের কঠিন পথ চলা
পাথর ঘামায় দিক চিহ্ন  
সাহস যোগায় কাছে এসে।