ফিরে আসি শূন্য নীড়ে সেই চেনা পথে
অচেনা নদীর তীরে উধাও আকাশ
স্থির চোখে দেখে নেয় করুণ আরতি
দ্রাক্ষাবন হতবাক এসব হচ্ছে কি
নিয়মের করজোর  সাহস করে না
ব্যতিক্রম কোনকিছু খুঁজে নিতে তাই
দারুণ একটা কথা বলার সুযোগ
ছুটে আসে অতিদ্রুত চিনতে পারে না
সেদিনের সব দৃশ্য আলোকিত নয়
ক্রমাগত জলছবি বলে মনে হয়
সৌভাগ্যের জটাজালে সহসা জড়িয়ে
প্রাণপাত প্রচেষ্টার ঘর শূন্য ঘরে
দাপিয়ে বেড়ায় পৃথিবীর অলি গলি
তারকাটা ব্যারিকেড ভেঙ্গে চলে যাই
কঠিনের কাছে জীবনের নদী তীরে
আশাহত বসবাস সঙ্গী হয়ে আছে
থাক চিরকাল যেমনটা খুশী
কিছুই বলার দরকার নেই।