সুখ বসন্ত সুখের ছোঁয়ায়
মনো রাজ্যের বাণিজ্য বিহার
থর কম্পনে বাজায় নিকট ঝর্ণার কাঁকন
পরবাসের কথার ফুলেল আড্ডার আকুতি
থাকে ভাবের ভেতরে বাইরে
চলে দূরের আকাশ ভাবনা
ঘুম কাতর চোখের জ্যোসনা
ভেসে ওঠার ব্যস্ততা দেখায়
হেঁটে বেড়ায় রোদের প্রখর উদাসী উত্তাপ
জানবাজির এমন খেলার পর্বত চূড়ায়
একা দাঁড়িয়ে নিজেকে হারিয়ে
বিশ বসন্তে অবাক অশান্ত
লাল পিঁপড়ে তাড়াতে পারে না
দেহ মনের নিহত নিবাসে।